মদের ঠেক ভাঙতে গিয়ে মদ্যপদের হাতে আক্রান্ত পুলিশ

মদের ঠেক ভাঙতে গিয়ে মদ্যপদের হাতে আক্রান্ত হল পুলিশ। হুগলি ভদ্রেশ্বরের ঘটনা।

পুলিশের গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।
বেশ কিছুদিন ধরে ভদ্রেশ্বর ছাইমাঠ এলাকায় গজিয়ে উঠেছিল একাধিক বেআইনি মদের ঠেক। সেগুলি ভাঙার জন্য স্থানীয় বাসিন্দারা বহু বার পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন। সেই দাবি মেনে সোমবার ভদ্রেশ্বর থানার পুলিশ ঠেকগুলি ভাঙতে গেলে বাধা দেন মদ্যপরা। পুলিশের উপর চড়াও হয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।