ব্যাঙ্কে রয়েছে বিপুল অঙ্কের টাকা। তাও তুলতে পারলেন না পিএমসি ব্যাঙ্ক গ্রাহক। অবশেষে সেই টাকা তুলতে না পেরে সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল পিএমসি ব্যাঙ্কের এক গ্রাহক।

পিএমসি ব্যাঙ্কের চারটি অ্যাকাউন্টে মোট ৮০ লাখ টাকা জমা ছিল সঞ্জয়ের। পঞ্জাব ও মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্ক দুর্ণীতির বিরুদ্ধে সোমবার এক প্রতিবাদ আন্দোলোনে যোগ দেন সঞ্জয় গুলাটি নামে ওই গ্রাহক। ৪,৫০০ কোটি টাকার ওই দুর্ণীতি প্রকাশ্যে আসার পর ব্যাঙ্ক থেকে টাকা তোলার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক আরও জানায়, ৬ মাসে মাত্র ২৫০০০ টাকা তোলা যাবে। সোমবার অবশ্য সেই সীমা বাড়িয়ে ৪০,০০০ টাকা করা হয়েছে।

সঞ্জয়ের পরিবারের দাবি, সঞ্জয় গুলাটির ব্যাঙ্কে মোট ৮০ লাখ টাকা জমা ছিল। কিন্তু পিএমসি ব্যাঙ্কের দুর্নীতি প্রকাশ্যে আসার পর চিন্তায় পড়ে যান সঞ্জয়। তাঁর ছেলে শারীরিক প্রতিবন্ধী। ছেলের চিকিৎসার জন্য টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়েন তিনি।

#Mumbai: 51-year-old Sanjay Gulati, a Punjab and Maharashtra Co-operative (PMC) Bank depositor passed away yesterday after taking part in a protest rally by depositors. #PMCBank pic.twitter.com/p9Z3t5BlzW
— ANI (@ANI) October 15, 2019
আরও পড়ুন-বন্ধ ২০১, নাজেহাল নিত্যযাত্রীরা
