ফের সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্বু কাশ্মীর উপত্যকা। এদিন থেকেই চলছে এনকাউন্টার! যার জেরে অনন্তনাগে রয়েছে ব্যাপক উত্তেজনা।

জানা গিয়েছে, ওই এলাকায় বেশ কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে বুধবার সকাল থেকেই যৌথ তল্লাশি অভিযানে নামে জম্মু-কাশ্মীরের পুলিশ ও সেনাবাহিনী। সেই সময় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। সেনার গুলিতে নিকেশ হয়েছে হিজবুল মুজাহিদিন কমান্ডার নাসির চদ্রু-সহ ৩ জঙ্গি।

Jammu and Kashmir: Encounter underway in Pazalpora area of Anantnag. (Visuals deferred by unspecified time) pic.twitter.com/7oX3yFLbiy
— ANI (@ANI) October 16, 2019
আরও পড়ুন – চিদম্বরমকে তিহাড় জেল থেকে গ্রেফতার করলো ED
