আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রাখার অভিযোগে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরটের জালে পিএফের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। কলকাতায় তাঁর প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। অভিযোগ, পার্ক স্ট্রিট শাখায় থাকাকালীন ৬ থেকে ৭ কোটি টাকা ঘুষ নিয়ে ছিলেন রমেশ সিং। ওই অভিযোগের প্রেক্ষিতে তাঁর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা। সেখান থেকে বহু নথি এবং সম্পত্তি বাজেয়াপ্ত করে তারা।

তদন্তে নেমে ইডি জানতে পারে, শুধু ঘুষ নেওয়াই নয়, অনৈতিক কাজের একটি চক্রও চালাতেন রমেশ সিং। অভিযোগ, এভাবেই তিনি বিপুল সম্পত্তি করেন।

মঙ্গলবার, রমেশ সিংয়ের বাড়ি, গাড়ি মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কত টাকার লেনদেন হয়েছে, সে বিষয়ে জানতে খুব শীঘ্রই তাঁকে জেরা করবে ইডি।

আরও পড়ুন-মার্কিন মুলুকে দেওয়ালি, বৃহস্পতিবার প্রদীপ জ্বালাবেন ট্রাম্প
