কালী প্রতিমা বিসর্জনের জন্য চক্ররেল চলাচলে নিয়ন্ত্রণ

দুর্গাপুজোর মতোই বাবুঘাটের গঙ্গায় কালী প্রতিমার ভাসানের জন্য চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে জানিয়েছে, আজ, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতি সন্ধ্যায় একগুচ্ছ ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হবে। সেই তালিকায় মোট ছ’জোড়া ট্রেন রয়েছে। তার মধ্যে চার জোড়া ট্রেনকে কলকাতা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হবে। ফিরতি ট্রেনগুলি ওই স্টেশন থেকেই ছাড়বে।

এক জোড়া করে ট্রেনকে মাঝেরহাট এবং বালিগঞ্জ স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হবে। সেইসব স্টেশন থেকেই ফিরতি ট্রেনগুলি ছাড়বে। এছাড়া, তিন জোড়া ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – কালীপুজোতে ঝকঝকে রোদ, দেখে নিন ভাইফোঁটাতে কেমন থাকবে আকাশের মেজাজ

Previous articleমুখ্যমন্ত্রী এরকম বাড়িতে থাকেন! বিস্মিত ধনকড়
Next articleপার্থ আমার ভালো বন্ধু: ধনকড়