উপনির্বাচনের উত্তাপ বাড়ছে, করিমপুর-কালিয়াগঞ্জের পর্যবেক্ষককে বদলি করল কমিশন

আগামী ২৫ নভেম্বর রাজ্যে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। রাজনৈতিক দলগুলিও প্রাথীদের নাম ঘোষণা করেছে। চলছে জোর প্রচার ও মনোনয়ন পর্ব। উপনির্বাচনের উত্তাপ ক্রমশ বাড়ছে।

নির্বাচনকে সুষ্ঠু ভাবে সম্পন্ন তোড়জোড় শুরু করে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তিনটি বিধানসভা কেন্দ্রের জন্য তিনজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। একজন করে সাধারণ পর্যবেক্ষক, একজন করে পুলিশ পর্যবেক্ষক এবং একজন করে হিসেব নিকেশের পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে। এর মধ্যেই করিমপুর ও কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষককে বদলি করে দিল নির্বাচন কমিশন।

করিমপুর বিধানসভা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক অলকা শ্রীবাস্তবকে সরিয়ে দেওয়া হল। সেখানে পাঠানো হচ্ছে সুভাষরঞ্জন দ্বিবেদিকে। আর কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক রাজেন্দ্রপ্রতাপ সিংকে বদলি করে পাঠানো হয়েছে পি বসন্ত কুমারকে। এই প্রথম কোনও উপনির্বাচনে সব কেন্দ্রে আলাদা করে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হল। এঁরা প্রত্যেকেই আইপিএস অফিসার। কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই উপনির্বাচনকে খুবই গুরুত্ব দিচ্ছে বলে মনে করে ওয়াকিবহাল মহল।

Previous articleনাটক শেষের পর আজ কি শোভনের পুনর্বাসন? জল্পনা দুরকম
Next articleদেবশ্রী বললেন ওই চিঠি ভুয়ো!