কোচবিহারে পালিত হচ্ছে রসগোল্লা দিবস

কোচবিহারে পালিত হল রসগোল্লা দিবস। 2017 সাল থেকে প্রতিবছর আজকের দিনেই এই দিবস পালন করে থাকেন কোচবিহারের আপামর মিষ্টি ব্যবসায়ীরা। কোচবিহারের প্রসিদ্ধ শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার এর পাশেই আজ তাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীদের কথায় আজ প্রসিদ্ধ মিষ্টি রসগোল্লার জন্মদিন। মিষ্টান্ন ব্যবসায়ীদের তরফ থেকে প্রদীপ বণিক জানান, বাংলা এবং বাঙালি মানেই রসগোল্লা। শুধুমাত্র দেশে নয় আন্তর্জাতিক স্তরে। এবং এই রসগোল্লা কে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন তারা। আজ রসগোল্লার জন্মদিন সেই কারণেই দুটো করে রসগোল্লা সকলকে বিনা খরচেই খাওয়াবেন মিষ্টান্ন ব্যবসায়ীরা। দু’ঘণ্টা ধরে তাদের এই কর্মসূচি চলবে কোচবিহারে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার প্রধান ভূষণ সিং, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি চাঁদ মোহন সাহা, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক নিরঞ্জন দত্ত সহ প্রমুখ।

আরও পড়ুন-রাজ্যজুড়ে আজ পালন হবে রসগোল্লার জন্মদিন

 

Previous articleকেন রাফালে ধাক্কা খেল বিরোধীরা?
Next articleপ্রথম বিবাহবার্ষিকীতে যেভাবে কাটাচ্ছেন দীপিকা-রণবীর