রাজ্য-রাজ্যপাল বিতর্ক : বিস্ফোরক দিলীপ, সোমেন-সুজন বিস্মিত

রাজ্যপাল রাজ্য সংঘাত নিয়ে এবার মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বলেন, কে লক্ষণরেখা পেরোচ্ছে, না পেরচ্ছে, যার দেখার দায়িত্ব তাঁরা দেখবেন। তাঁরা বুঝবেন। উনি যা করার করছেন। কিন্তু যেভাবে রাজ্যপাল হেলিকপ্টার চাওয়া সত্ত্বেও তাকে দেওয়া হয়নি তা গণতন্ত্রের পক্ষে মোটেই শোভনীয় নয়। বলা হচ্ছে, এভাবে অর্থ অপচয়ের কোনও মানে হয় না। রাজ্য যেভাবে মেলা, খেলা, উৎসবে অর্থ অপচয় করছে তার হিসাব কিন্তু রাজ্যবাসী নেবেন। এই যেমন বলা হচ্ছে বুলবুলের আক্রমণে পাঁচ লক্ষ কাঁচা বাড়ি ধ্বংস হয়েছে তা রীতিমত হাস্যকর। দুই ২৪পরগনায় সব মিলিয়ে অত কাঁচা বাড়ি আছে কিনা, সন্দেহ রয়েছে।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র পাল্টা বলেন, যেসব কথাবার্তা রাজ্য আর রাজ্যপালের মধ্যে চলছে, কথার লড়াই চলছে, তা আমি অন্তত আগে দেখিনি। এটা যে কার পক্ষে শুভ তা আমি বলতে পারব না। অন্যদিকে সিপিএমের পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী বলেন, রাজ্যজুড়ে বহু ইস্যু রয়েছে কথা বলার, প্রতিবাদ করার। সেসব না করে রাজ্য-রাজ্যপালের বিতর্কে ঢোকার কোনও অর্থই হয় না। এটা আসলে ইস্যু থেকে মানুষকে সরিয়ে রাখার চেষ্টা। দু’পক্ষের আচরণেই বিস্ময় জাগছে।

আরও পড়ুন-এবার রাজ্যপাল : কেউই যেন লক্ষণরেখা না পেরোয়

 

Previous articleপিঙ্ক টেস্টের আগে টাইগার বধ করে বিরাট জয় ভারতের
Next articleবিধান ভবনের পাল্টা মুরলীধর সেন স্ট্রিট