শ্রমিক অসন্তোষে নফরচাঁদ জুটমিলে বন্ধ উৎপাদন

শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন বন্ধ হয়ে গেল কাঁকিনাড়ার নফরচাঁদ জুটমিল। কর্মহীন ২৫০০ হাজার শ্রমিক। অক্টোবর মাসের ১২ তারিখে বন্ধ হওয়ার পরে ২৭ তারিখ ফের সেটি খোলে। কিন্তু ২১ দিনের মাথায় আবার বন্ধ হয়ে গেল জুটমনিলটি। শ্রমিকদের অভিযোগ, অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে তাঁদের উপর। অভিযোগ, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে, রোষের মুখে পড়তে হচ্ছে শ্রমিকদের। সোমবার, সকালে প্রথমে স্পিনিং ডিপার্টমেন্টের কর্মীরা কাজ বন্ধ করে দেন। এরপর সমস্ত ডিপার্টমেন্টেই কাজ বন্ধ হয়ে যায়। শ্রমিকরা মিলের গেটে তাঁদের দাবির নোটিশ লাগিয়ে দেন। দাবি না মেটা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তাঁরা। এই বিষয়ে কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ূন – জলে ডুবছে যুবক, পাড়ে দাঁড়িয়ে ভিডিও করছেন বন্ধুরা!

Previous articleবর্ধিত ফি নিয়ে ফের উত্তেজনা জেএনইউ-তে
Next articleসবরীমালা পুণ্যার্থীদের সঙ্গে ৪৮০ কিলোমিটার হাঁটল এক সারমেয়