তফশিলি কমিশন রাজ্যের

তফশিলি জাতি-উপজাতি কমিশন তৈরি করল রাজ্য সরকার। ক্যাবিনেটের সিদ্ধান্ত এদিন কার্যকরী করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ট্রাইবাল ডেভলপমেন্ট কাউন্সিলের মতো তফশিলি জাতি-উপজাতি কাউন্সিলও থাকলেও কমিশন ছিল না। বিধানসভা অধিবেশনে এটি বিল হিসাবে আনা হবে। লোকসভা ভোটে তফশিলি এলাকাগুলিতে ভোট ব্যাপকভাবে কমে যায় তৃণমূলের। দলের ভোট পরামর্শদাতা প্রশান্ত কুমারের পরামর্শে তফশিলি মানুষের সমর্থন ফেরাতে সরকার তাদের দিকে নজর ঘোরায়। তারপরেই এই সিদ্ধান্ত।

Previous articleযোগীর রাজ্যে গরুর জন্য শীতবস্ত্র বিলি করবে অযোধ্যা পৌরসভা
Next articleক্রশ ভোটিং করব না, শপথ 162 বিধায়কের