অযোধ্যা রায় নিয়ে সব রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট

অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে জমা পড়া সবকটি রিভিউ পিটিশন একসঙ্গে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বোবদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ পিটিশনগুলি খতিয়ে দেখে সবকটিকেই একসঙ্গে নাকচ করে দেন। এর ফলে অযোধ্যা রায় সংক্রান্ত ১৮ টি রিভিউ পিটিশনই সর্বোচ্চ আদালতে বাতিল হয়ে গেল। রিভিউ পিটিশনের আবেদনকারীদের মধ্যে ছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ও নির্মোহী আখড়া। এছাড়া ব্যক্তিগতভাবে কয়েকজন আবেদন করেন। অযোধ্যা রায় সংক্রান্ত রিভিউ পিটিশনগুলি খারিজের পর আবেদনকারীদের সামনে এখন শুধু কিউরেটিভ পিটিশন দাখিলের রাস্তাই খোলা রইল।

 

Previous articleউপাচার্যদের বৈঠকে ডাকলেন শিক্ষামন্ত্রী
Next articleস্বরাষ্ট্রমন্ত্রীর পুত্রকে নিয়ে লন্ডনে সৌরভ