সব্যসাচীর ঘরে মমতার ছবি, দেখেই হতাশ বিজেপি কর্মীরা

তাঁরা খবর পেয়েছিলেন সব্যসাচী দত্ত কলকাতায় তাঁদের দলের পর্যবেক্ষক হয়েছেন।
কলকাতায় দলের কার্যকলাপ নিয়ে তাঁদের বিস্তর ক্ষোভ ছিল।
তাঁদের বক্তব্য, নেতৃত্বের ভুলে কলকাতায় ডোবে দল; এবার লোকসভায় 18 এম পি জেতার বাজারেও কলকাতায় গোহারা।
তাঁরা নিজেরা উদ্যোগী কর্মী।
তাঁদের কিছু প্রস্তাব ছিল।

সেই কারণে বিধাননগরে সব্যসাচী দত্তর বাড়ি গেছিলেন উত্তর কলকাতার একঝাঁক সক্রিয় বিজেপি কর্মী।

বেশ কিছুক্ষণ কথা বলে আসার পর তাঁরা শুধু হতাশই নন, ভাবছেন দলটা আদৌ করবেন কি না।

সেদিনের অভিজ্ঞতা দলের রাজ্য কমিটির এক নেতাকে জানাতে সদলে যান ঐ কর্মীরা। তাঁরা বলেন,” কা বাড়ি গেলাম? উনি বিজেপি না তৃণমূল? ঢুকেই তো বিরাট মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। মালা পরানো। ঘরে কোথাও মোদিজি, অমিতজি, শ্যামাপ্রসাদের ছবি খুঁজে পেলাম না। এঁরা বিজেপিকে চাঙ্গা করবেন?”
এই কর্মীদের কথায়,” উনি নিজেই তো বলছেন সবে দলে এসেছি। আমাকে এসব বলে কী হবে? তাহলে দল এমন লোকেদের পর্যবেক্ষক করছে কেন? আমাদের দলে এলেই কেন্দ্রীয় বাহিনির গ্ল্যামার। কিন্তু কর্মীরাই যদি মনের কথা বলতে না পারেন, আলোচনা কার্যকর না হয়, তাহলে চলবে কীকরে? সেই তো এতদিন ধরে চলে আসা লবির হাতে দল থেকে যাবে।”

সব্যসাচীর ঘনিষ্ঠমহল অবশ্য এসব উড়িয়ে বলছে তিনি সবটা দেখে বুঝে নিচ্ছেন। বিজেপি কর্মীরা তাৎক্ষণিক ফল চাইলে কী করে সম্ভব?

উত্তর কলকাতাজুড়ে বিজেপির অন্দরমহলে ব্যাপক ক্ষোভ চলছে। একটি মহলের বক্তব্য, জেলা কমিটির যে নেতাদের হাতে দল থাকায় বারবার ডুবছে, এখনও তাদেরই রমরমা। পুরভোটে বিজেপির চমক দেওয়ার কোনো আশা নেই।

Previous article‘বহমান’ দেখে এলাম, দেখে আসুন হলে গিয়ে
Next articleপ্রকৃত মুসলিমের এই দলে থাকা উচিত নয়, বিজেপি ত্যাগ করে সরব হুমায়ুন কবীর