দুই আইনই তুলে নিন, নইলে অমিত শাহকে বিমানবন্দরে আটকে রাখব : সিদ্দিকুল্লাহ

এনআরসি এবং সিএএ এখনই যদি প্রত্যাহার না করা হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কলকাতা বিমানবন্দর থেকে বের হতে দেবো না। হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী তথা জমিয়তে উলামায়ে হিন্দের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী।

রবিবার ছুটির দিনে ছিল ধর্মতলা চত্বরে জমিয়তের সভা। তাই দুপুর থেকে কার্যত কলকাতা বোতলবন্দি হয়ে পড়ে। জমিয়তের সভায় দেখার মত বিষয় ছিল নিজেদের প্রায় এক হাজার ভলান্টিয়ার, যারা সারাক্ষণ ধরে ট্রাফিক নিয়ন্ত্রণ করলেন পুলিশের সঙ্গে।

সিদ্দিকুল্লাহ বলেন এই আইন মানবতাবিরোধী, নাগরিকবিরোধী। যারা দীর্ঘদিন ধরে এখানে পাস করছেন তাদের বিরোধী। আমরা হিংসায় বিশ্বাস করিনা কিন্তু এই আইন কার্যকরী করা শুরু করলেই অমিত সাহাকে বিমানবন্দরের ঘেরাও করবেন করবেন লক্ষ লক্ষ মানুষ। বেরোতেই দেওয়া হবে না। দেশজুড়ে আন্দোলনের আন্দোলনই প্রমাণ করে বিজেপির জনপ্রিয়তা কমছে। মোদির ৫৬ ইঞ্চি ছাতি দেশকে ছোট করছে ঘৃণা আর বিভেদের রাজনীতিতে। এদিনই রামলীলা ময়দান থেকে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন যে মুসলিমরা দীর্ঘদিন ধরে বসবাস করছেন ভারতে, তাদের এনআরসি এবং সিএএ নিয়ে কিসের ভয়?

আরও পড়ুন-আন্দোলনকারীদের মৃত্যুর কথা এড়ালেন মোদি, কিন্তু কেন ?

Previous articleভারতের জন্য ক্যারিবিয়ান টার্গেট ৩১৬
Next articleনাগপুরে বিজেপির মিছিলে বিশ্বাসঘাতকদের গুলি করে মারার স্লোগান !