ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা কেমন ফল করেছেন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত অন্ধকারে রেখেই ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে মোট 26 আসনে প্রার্থী দিয়েছিলো তৃণমূল কংগ্রেস৷ পূর্ণাঙ্গ ফলপ্রকাশের পর দেখা যাচ্ছে ওই রাজ্যে মোট

প্রদত্ত ভোটের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার 0.29 শতাংশ। 26 আসনের প্রতিটিতেই জামানত বাজেয়াপ্ত হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের। ঝাড়খন্ড নির্বাচনে দলের এই ফল প্রকাশ্যে আসতেই তৃণমূলের অন্দরে ক্ষোভের সঞ্চার হয়েছে৷ খোঁজ চলছে ওই রাজ্য দলের কোন নেতা পর্যবেক্ষক ছিলেন, ঠিক কোন ধরনের সমীক্ষার ভিত্তিতে এতগুলি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো? একইসঙ্গে খোঁজ চলছে, দলের তরফে কোন নেতারা ঝাড়খণ্ডের ভোটের দায়িত্বে ছিলেন, তাদেরও৷ এই অংশ সরাসরি তোপ দেগেছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক সুব্রত বক্সির উদ্দেশ্যে ৷ তাদের বক্তব্য, এই সর্বভারতীয় দায়িত্বপ্রাপ্ত নেতা বাংলার বাইরের রাজ্যের ভোটে নিজের দায়িত্ব পালন করেননি৷
শুধু এটুকুই নয়, তৃণমূলের একাংশ প্রশ্ন তুলেছে, দলের মূল লক্ষ্য যখন বিজেপিকে হারানো, তাহলে বিজেপি-বিরোধী ভোট কেন ভাগ করলো তৃণমূল? কেন JMM- এর নেতৃত্বাধীন বিজেপি- বিরোধী জোটের শরিক হলো না তৃণমূল? ওদিকে, JMM-এর একাংশও তৃণমূলের এই ভোট কাটার ভূমিকায় ক্ষুব্ধ৷

ঝাড়খণ্ড বিধানসভার মোট 81 আসনের নির্বাচনে এবার 26 আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ওই রাজ্যে প্রদত্ত মোট ভোটের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার 0.29 শতাংশ। 26 আসনের প্রতিটিতেই জামানত বাজেয়াপ্ত হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের। তৃণমূল কংগ্রেসের মোট 26 প্রাথীর মোট প্রাপ্ত ভোট 43,348, (0.3%)৷

কেন্দ্রওয়ারি তৃণমূল প্রার্থীদের ফলাফল :-

⚫ 1) কেন্দ্র – বড়িও

তৃণমূল প্রার্থী – বিপিন কিস্কু
মোট প্রাপ্ত ভোট – 1157
প্রাপ্ত ভোট শতাংশ – 0.71%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 47.40% (JMM)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 36.42% (বিজেপি)

⚫ 2) কেন্দ্র – বাড়েট

তৃণমূল প্রার্থী – শীলা টুডু
মোট প্রাপ্ত ভোট – 889
প্রাপ্ত ভোট শতাংশ – 0.65%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 53.49 % (JMM)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 34.82% (বিজেপি)

⚫ 3) কেন্দ্র- লিট্টিপাড়া

তৃণমূল প্রার্থী – শিবচরণ মাল্টো
মোট প্রাপ্ত ভোট – 2604
প্রাপ্ত ভোট শতাংশ – 1.81%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 46.24% (JMM)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 36.60% (বিজেপি)

⚫ 4) কেন্দ্র- পাকুড়

তৃণমূল প্রার্থী – আশরাফুল শেখ
মোট প্রাপ্ত ভোট – 1886
প্রাপ্ত ভোট শতাংশ – 0.76%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 51.86% (কংগ্রেস)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 25.53% (বিজেপি)

⚫ 5) কেন্দ্র- মহেশপুর

তৃণমূল প্রার্থী – সাইমন মুর্মু
মোট প্রাপ্ত ভোট – 1048
প্রাপ্ত ভোট শতাংশ – 0.63%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 53.94% (JMM)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 33.31% (বিজেপি)

⚫ 6) কেন্দ্র- শিকারিপাড়া

তৃণমূল প্রার্থী – মুন্নি হাঁসদা
মোট প্রাপ্ত ভোট – 1950
প্রাপ্ত ভোট শতাংশ – 1.27%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 51.78% (JMM)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 32.56% (বিজেপি)

⚫ 7) কেন্দ্র- নালা

তৃণমূল প্রার্থী – জবারানী পাল
মোট প্রাপ্ত ভোট – 1107
প্রাপ্ত ভোট শতাংশ – 0.63%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 34.97% (JMM)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 32.96% (বিজেপি)

⚫ 8) কেন্দ্র- জারমুন্ডি

তৃণমূল প্রার্থী – মহাদেব যাদব
মোট প্রাপ্ত ভোট – 1531
প্রাপ্ত ভোট শতাংশ – 0.94%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 32.22% (JMM)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 30.32% (বিজেপি)

⚫ 9) কেন্দ্র- মধুপুর

তৃণমূল প্রার্থী – হরেকৃষ্ণ রায়
মোট প্রাপ্ত ভোট – 1172
প্রাপ্ত ভোট শতাংশ – 0.51%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 38.40% (JMM)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 28.34% (বিজেপি)

⚫ 10) কেন্দ্র- বাড়ি

তৃণমূল প্রার্থী – রাজীব রঞ্জন
মোট প্রাপ্ত ভোট – 1327
প্রাপ্ত ভোট শতাংশ – 0.74%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 46.78% (কংগ্রেস)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 40.48% (বিজেপি)

⚫ 11) কেন্দ্র- বড়কাগাঁও

তৃণমূল প্রার্থী – সালমা খাতুন
মোট প্রাপ্ত ভোট – 508
প্রাপ্ত ভোট শতাংশ – 0.23%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 44.13% (কংগ্রেস)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 30.06% (আজসু)

⚫ 12) কেন্দ্র- গিরিডি

তৃণমূল প্রার্থী – সীমা কুমারী
মোট প্রাপ্ত ভোট – 833
প্রাপ্ত ভোট শতাংশ – 0.50%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 48.19% (JMM)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 38.72 % (বিজেপি)

⚫ 13) কেন্দ্র- বোকারো

তৃণমূল প্রার্থী – ফাল্গুনী ভট্টাচার্য্য
মোট প্রাপ্ত ভোট – 1262
প্রাপ্ত ভোট শতাংশ – 0.47%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 41.42% (বিজেপি)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 36.51% (কংগ্রেস)

⚫ 14) কেন্দ্র- চন্দনকেরি

তৃণমূল প্রার্থী – রাজকুমার রাম
মোট প্রাপ্ত ভোট – 783
প্রাপ্ত ভোট শতাংশ – 0.44%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 38.03% (বিজেপি)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 32.86% (আজসু)

⚫ 15) কেন্দ্র- সিন্দ্রি

তৃণমূল প্রার্থী – মুখতার আহমেদ
মোট প্রাপ্ত ভোট – 1087
প্রাপ্ত ভোট শতাংশ – 0.48%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 35.58% (বিজেপি)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 38.72 % (মার্ক্সিস্ট কো-অর্ডিনেশন)

⚫ 16) কেন্দ্র- ঝরিয়া

তৃণমূল প্রার্থী – উষা দেবী
মোট প্রাপ্ত ভোট – 348
প্রাপ্ত ভোট শতাংশ – 0.22%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 50.34% (কংগ্রেস)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 42.73% (বিজেপি)

⚫ 17) কেন্দ্র- বাহারগোড়া

তৃণমূল প্রার্থী – কুলবিন্দর সিং
মোট প্রাপ্ত ভোট – 575
প্রাপ্ত ভোট শতাংশ – 0.34%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 61.99% (JMM)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 26.58 % (বিজেপি)

⚫ 18) কেন্দ্র- জামশেদপুর- পশ্চিম

তৃণমূল প্রার্থী – হেমা ঘোষ
মোট প্রাপ্ত ভোট – 347
প্রাপ্ত ভোট শতাংশ – 0.18%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 50.28% (কংগ্রেস)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 38.55% (বিজেপি)

⚫ 19) কেন্দ্র- চাইবাসা

তৃণমূল প্রার্থী – তুরাম বিরুলি
মোট প্রাপ্ত ভোট – 2169
প্রাপ্ত ভোট শতাংশ – 1.57%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 50.37% (JMM)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 31.41% (বিজেপি)

⚫ 20) কেন্দ্র- জগন্নাথপুর

তৃণমূল প্রার্থী – সানি সিঙ্কু
মোট প্রাপ্ত ভোট – 5062
প্রাপ্ত ভোট শতাংশ – 4.46%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 28.62% (কংগ্রেস)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 14.49% (বিজেপি)

⚫ 21) কেন্দ্র- তামার

তৃণমূল প্রার্থী – কিশোরকুমার ভগত
মোট প্রাপ্ত ভোট – 1910
প্রাপ্ত ভোট শতাংশ – 1.35%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 39.22% (JMM)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 17.33 % (বিজেপি)

⚫ 22) কেন্দ্র- রাঁচি

তৃণমূল প্রার্থী – রাজেশকুমার পাণ্ডে
মোট প্রাপ্ত ভোট – 598
প্রাপ্ত ভোট শতাংশ – 0.35%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 46.77 % (বিজেপি)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 43.31% (JMM)

⚫ 23) কেন্দ্র- মন্দার

তৃণমূল প্রার্থী – ফিলমন টোপ্পো
মোট প্রাপ্ত ভোট – 1794
প্রাপ্ত ভোট শতাংশ – 0.80 %
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 41.15 % (JVM)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 30.86% (বিজেপি)

⚫ 24) কেন্দ্র- পানকি

তৃণমূল প্রার্থী – সুরেন্দ্র যাদব
মোট প্রাপ্ত ভোট – 845
প্রাপ্ত ভোট শতাংশ – 0.47 %
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 52.38% (বিজেপি)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 31.47 % (কংগ্রেস)

⚫ 25) কেন্দ্র- গাড়োয়া

তৃণমূল প্রার্থী – মনদীপ মাল্লা
মোট প্রাপ্ত ভোট – 7368
প্রাপ্ত ভোট শতাংশ – 3.07 %
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 44.46% (JMM)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 34.66% (বিজেপি)

⚫ 26) কেন্দ্র- ভবনাথপুর

তৃণমূল প্রার্থী – কানহাইয়া চৌবে
মোট প্রাপ্ত ভোট – 3186
প্রাপ্ত ভোট শতাংশ – 1.25 %
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 37.88 % (বিজেপি)
এই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – 22.28% (BSP)

Previous articleক্রিকেট অস্ট্রেলিয়া দুই ফর্মাটে দশকের সেরা অধিনায়ক বাছল কাকে জানেন?
Next articleহিন্দিভাষী দল বিজেপি হারলো হিন্দিভাষী ঝাড়খণ্ডেও, কণাদ দাশগুপ্তর কলম