ঘড়ির কাঁটা ১২টায়, শিক্ষকরা কোথায়?

শিশুরা নিয়মানুবর্তিতা শেখে স্কুলে। কিন্তু সেখানেই যদি শিক্ষকরা ঠিক সময় হাজির না হন, তাহলে পড়ুয়ারা কী শিখবে? এই প্রশ্ন উঠল মুর্শিদাবাদের সুতির প্রাথমিক স্কুলে। মঙ্গলবার, সুতি থানার ৪৭নম্বর বাংগাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে বেলা বারোটা বাজলেও দেখা নেই শিক্ষকদের। যার ফলে ক্লাস ছেড়ে ঘুরে বেড়াচ্ছে ছাত্রছাত্রীরা। ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিদ্যালয় পরিদর্শক। ঘটনার তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন-বিতর্ক যতই হোক, দিল্লিও জানে দিলীপের মত লড়াকু সংগঠকের আকাল বঙ্গ-বিজেপিতে

Previous articleIND VS AUS: ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারতের রান ২৫৫/ ৪৯.১ ওভার
Next articleআর্মি ডে প্যারেডেও এবার নেতৃত্বে মহিলা ক্যাপ্টেন