বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্ট বাবা হতে চলেছেন নিজেই সোশ্যাল সাইটে এ কথা ঘোষণা করে জানান তার দেশেরই জামাইকান মডেল বান্ধবী কাসি বেনেট তাঁর সন্তানের মা। বোল্ট সমুদ্রসৈকতে বেবি বাম্প নিয়ে হাঁটা বান্ধবীর ছবি পোস্ট করে বলেছেন কোনও রাজা বা রানি আসতে চলেছে। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অবসর নেওয়ার পর এখন ফুটবল তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে নেমেছেন।
