এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ারই বিক্রি করবে মোদি সরকার

হাতে কিছুই রাখবেনা, এবার এয়ার ইন্ডিয়ার  ১০০শতাংশ শেয়ারই বিক্রি করে দেওয়ার জন্য দরপত্র চাইল কেন্দ্র।

এর আগে ২০১৮ সালে কেন্দ্র জানিয়েছিল তারা এয়ার ইন্ডিয়া ৭৬ শতাংশ শেয়ার বিক্রি করতে চায়। কিন্তু তখন কেউ এই শেয়ার কিনে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি।
কেন্দ্রের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, সরকারি এই বিমানসংস্থাটির ১০০ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। দরপত্র জমা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করার শেষ তারিখ ধার্য হয়েছে ১৭ মার্চ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই শেয়ার কিনবে তার ওপরে অন্তত ৩২৬ কোটি ডলারের দেনার বোঝা চাপবে। এ ছাড়া আরও দায় থাকবে। কার্যত
ধুঁকতে থাকা এই সংস্থাটি বিক্রি করতে না পারলে আগামী মার্চের মধ্যেই তা বন্ধ করে দেওয়া হতে পারে বলে কিছু দিন আগেই জানিয়েছে কেন্দ্র৷
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী দিনকয়েক আগে মন্তব্য করেছিলেন, “২০২০ সালের ৩১ মার্চের মধ্যে এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ না হলে উড়ান সংস্থাটি বন্ধ হয়ে যাবে।”

Previous articleক্যাপ্টেন কোহলির প্রশংসায় পঞ্চমুখ স্টিভ
Next articleচাপে মোদি, ৩০০বিশিষ্টজন বিক্ষোভকে সমর্থন করে বললেন, জাতির আত্মায় হামলা!