মারধরের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি, তদন্তে নিমতা থানার পুলিশ

ছেলের সামনেই শুরু হয় মারধর। মারধরের জেরে প্রাণ হারালেন বিকাশ মাঝি। ঘটনাস্থল নিমতা থানার বিরাটির উত্তর সপ্তগ্রাম।

বিকাশের ছেলের অভিযোগ, বিকাশকে টেনে-হিঁচড়ে বেধড়ক মারধর করে স্থানীয় সুজয় দাস সহ আরও দুই মহিলা। তখনই জ্ঞান হারায় বিকাশ। পরিবারের লোকজন খবর পেয়ে এসে তাঁকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে বিকাশকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।

সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, খুন করা হয়েছে বিকাশকে। খবর যায় নিমতা থানায়। এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত দুই মহিলা সহ সুজয়। ঘটনার তদন্তে নেমেছে নিমতা থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তাঁরা। দোষীদের শাস্তির দাবিতে এদিন এলাকার মানুষ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন-কামারপুকুর কলেজ চত্বরেই কেন আক্রান্ত ২ পড়ুয়া?

Previous articleশহরের এক সিনেমা হলে শো চলাকালীন হঠাৎ আগুন!
Next articleতাল কেটেছে সম্ভবত একটি ফোনে, কণাদ দাশগুপ্তের কলম