ছোটদের বিশ্বকাপে মাঠে মারামারি, ৫ ক্রিকেটারের শাস্তি

অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপে বাংলাদেশ জেতার পরে দুই দলের ধাক্কাধাক্কির জের। আইসিসি পাঁচ ক্রিকেটারকে শাস্তি দিচ্ছে। বাংলাদেশের তিন জন, ভারতের দু’জন শাস্তির কবলে পড়ছেন। ৪-১০টি ম্যাচের জন্য এই পাঁচজন নির্বাসিত হতে পারেন। ফাইনাল ম্যাচের ফাইনাল বলে রাকিবুল হাসান উইনিং স্ট্রোক নিতেই মাঠে ঢুকে পড়ে বাংলাদেশের ক্রিকেটাররা। তারপর কার্যত হাতাহাতি-ধাক্কাধাক্কি শুরু হয়। এ নিয়ে কম জল ঘোলা হয়নি। ম্যাচ শেষের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ম্যাচ রেফারি গ্রেম লেব্রয় এই সিদ্ধান্ত নেন। বাংলাদেশের শাস্তি পাচ্ছেন রাকিবুল হাসান, তৌহিদ হৃদয় ও শামিম হোসেন। আর ভারতের আকাশ সিং ও রবি বিষ্ণোই। আইসিসির ২.২১ ধারায় তাঁরা অভিযুক্ত। রবি বাংলাদেশের ওপেনার ইমনের সঙ্গে তর্কে জড়িয়ে গালাগাল দেন। তার বিরুদ্ধে ২.৫ ধারা ভাঙার অভিযোগ। আর আকাশের বিরুদ্ধে ৮টি সাসপেনসন পয়েন্ট রয়েছে।

আরও পড়ুন-ট্যাম্পার-প্রুফ চিপ নেই কোনও মেশিনে, নতুন বাহানা শুরু কংগ্রেসের

Previous articleএ বছরের মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ২০১৯-এর থেকে প্রায় ২৫ হাজার কম
Next articleজেল থেকে নিখোঁজ হার্দিক প্যাটেল! উদ্বিগ্ন গোটা দেশ