চলন্ত স্কুলবাসের মেঝে ভেঙে রাস্তায় পড়ুয়া

চলন্ত স্কুলবাসের মেঝে ভেঙে রাস্তায় পড়ুয়া। কোনওক্রমে রক্ষা বড় দুর্ঘটনা থেকে। হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে বৃহস্পতিবার বীরভূমের মুরারইয়ে দুর্ঘটনার কবলে পড়ল স্কুল বাস।

এদিন ২৫ থেকে ৩০ জন পড়ুয়া নিয়ে যাচ্ছিল বেসরকারি স্কুলের ওই বাস। আচমকা চলন্ত বাসের পিছনের চাকার পরের অংশের মেঝে খসে যায়। সিটে বসে থাকা প্রথম শ্রেণীর পড়ুয়া চলন্ত বাস থেকেই রাস্তায় পড়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে।

আরও পড়ুন-রেলস্টেশনে হঠাৎ উল্টোদিকে চলতে শুরু করল এস্কালেটর, আহত ২

Previous articleরেলস্টেশনে হঠাৎ উল্টোদিকে চলতে শুরু করল এস্কালেটর, আহত ২
Next articleএবার পরীক্ষা শুরুর আগেই ফাঁস মাধ্যমিকের ভূগোলের প্রশ্নপত্র!