লেকের জলেই বাজার!

মিরিক লেকেই আস্ত বাজার। ফ্লোটিং বাজার। রাজ্যের আর এক অভিনব পদক্ষেপ। মিরিক পুরসভা আর রাজ্য খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি বোর্ড যৌথভাবে এই অভিযানে নামছে। মিরিক লেক পর্যটকদের কাছে পাহাড়ে বেড়াতে যাওয়ার অন্যতম আকর্ষণ। ঘোড়ায় চেপে ঘুরে বেড়ানো বা বোটে জলবিহার, দুটিই আকর্ষণীয়। এবার সঙ্গে কেনাকাটার সুযোগ পাহাড়বাসীদের জিনিসপত্রের। ফলে লাভ হবে তাঁদের। সেই সঙ্গে দার্জিলিঙয়ের চা আর কমলালেবুও থাকবে, বাজার প্রসারিত হবে।

মিরিকের চেয়ারম্যান লালবাহাদুর রাই। তিনি জানান, এই উদ্যোগের জন্য মিরিককে সাজানো হচ্ছে। ফুলের বাগান হচ্ছে। কয়েক কোটি ব্যয় করা হবে। আপাতত এই উদ্যোগকে সামনে রেখে পর্যটকদের কাছে মিরিককে আকর্ষণীয় করে তুলতে শুরু হয়েছে কর্মকাণ্ড।

Previous articleমহাশিবরাত্রিতে রাজ্যবাসীকে শুভেচ্ছা রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর
Next articleএকইদিনে মোদি ও সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন উদ্ধব ঠাকরে