প্রশ্ন ফাঁসে আজীবন বহিষ্কার? কী সিদ্ধান্ত সংসদের

প্রশ্ন ফাঁস নিয়ে অস্বস্তিতে পড়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রায় প্রতিদিনই পরীক্ষা চলাকালীন প্রশ্ন প্রকাশ্যে চলে আসছে। এরই মধ্যে প্রশ্ন ফাঁস নিয়ে কড়া বার্তা দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের সভাপতি মহুয়া দাস ইঙ্গিত দিয়েছেন, উচ্চ মাধ্যমিকে এই ধরণের ঘটনা ঘটলে, ঘটনায় জড়িত সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হবে। এক বা দু’বছর নয়। আর কোনওদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না।

আগামী ১২ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে কড়া দাওয়াই দিতে চলেছে রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্ন ফাঁসের ঘটনা আটকানোর জন্য বলে সংসদ সূত্রে খবর। চলতি বছরে মধ্যশিক্ষা পর্ষদের নিষেধাজ্ঞা সত্ত্বেও পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকেছে পরীক্ষার্থীরা। প্রশ্ন ফাঁসের ঘটনায় ধরা পড়েছে পরীক্ষার্থীরাও। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ইঙ্গিত, উচ্চ মাধ্যমিকে এই ধরনের ঘটনা ঘটলে আজীবনের জন্য বহিষ্কারের পথে হাঁটবেন তাঁরা। বর্তমানে পর্ষদের যে নিয়ম রয়েছে তাতে এই ধরনের ঘটনার পরে অভিযুক্তকে এক বছরের জন্য বহিষ্কারের করতে পারে পর্ষদ। কিন্তু তাতেও কোনও কাজ হচ্ছে না। একই নিয়ম রয়েছে সংসদেও। মহুয়া দাস জানিয়েছেন, খুব শীঘ্রই এ বিষয়ে নিয়ম বদল করা হবে। উচ্চ মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলে বা মোবাইল নিয়ে কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

আরও পড়ুন-বাড়ি ফিরল নিথর ঋষভ: শোকে স্তব্ধ শ্রীরামপুর, জমছে ক্ষোভও

Previous articleকেন্দ্রের সিদ্ধান্তে কিছুটা স্বস্তিতে ভোডাফোন আইডিয়া
Next articleকৃষ্ণা বসুর প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকবার্তা