চুক্তি স্বাক্ষরের আগে যা বললেন মোদি-ট্রাম্প

আন্তর্জাতিক স্তরে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোয় গুরুত্ব দিচ্ছে দুই দেশ।

বৃহৎ বাণিজ্য চুক্তি সম্পাদনের প্রস্তুতি চলছে।

তিন বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি দুই দেশের।

সন্ত্রাস দমনে যৌথভাবে কাজ করবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র।

পরিবেশবান্ধব জ্বালানী ব্যবহারের লক্ষ্যে দুই দেশের সমঝোতা। এক্সনমোবিল ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মধ্যে চুক্তি। 20 বিলিয়ন ডলারের এনার্জি ডিল।

মাদক পাচার ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে যৌথভাবে কাজ করবে ভারত-আমেরিকা।

স্বাস্থ্যক্ষেত্রে সহযোগিতা। উচ্চমানের ওষুধ সরবরাহ, মানসিক স্বাস্থ্যের চিকিৎসায় প্রযুক্তি নিয়ে দুদেশের মউ স্বাক্ষর।

আরও পড়ুন-সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত ছ’জন বিচারপতি, কী হবে মামলার?

Previous articleসোয়াইন ফ্লুয়ে আক্রান্ত ছ’জন বিচারপতি, কী হবে মামলার?
Next articleট্রাম্প একজন উচ্চাকাঙ্খী, আগ্রাসী মানুষ, এমনই ধারনা গ্রাফোলজিস্টদের