মাদার ডেয়ারি বাঁচাতে বাম কংগ্রেসের গণকনভেনশন

মাদার ডেয়ারি কলকাতাকে রক্ষা করতে গণকনভেনশনের আয়োজন করল সিপিআইএম শ্রমিক সংগঠন সিটু ও কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিউসি। মঙ্গলবার বিকেলে ডানকুনি মাদার ডেয়ারি ১ নং গেটের সামনে অনুষ্ঠিত হয় এই কনভেনশন। গণকনভেশনে উপস্থিত ছিলেন বাম পরিষদীয় দল নেতা কমরেড সুজন চক্রবর্তী, বিধানসভার বিরোধী দল নেতা আব্দুল মান্নান, সিটু রাজ্য সভাপতি কমরেড সুভাষ মুখার্জী, সিটু রাজ্য সম্পাদক কমরেড অনাদি সাহু, সিপিআইএম হুগলি জেলার সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ, সিটু হুগলি জেলা সম্পাদক কমরেড অসিত মুখার্জী।

কনভেনশনে সুজন চক্রবর্তী বলেন, ‘‘মাদার ডেয়ারি ১৬ বছর ন্যাশানাল ডেয়ারি ডেভলপমেন্ট বোর্ড পরিচালনা করেছে। বামফ্রন্ট সরকারের উদ্যোগে ১৯৭৮ সালে ন্যাশানাল ডেয়ারি ডেভলপমেন্ট বোর্ডের আওতায় আসে। ১৯৯৬ রাজ্য সরকার পরিচালনার দায়িত্ব নেয়।’’ তাঁর অভিযোগ, ‘‘সব লোড মাদার ডেয়ারির ঘাড়ে ফেলে দেওয়া হয়েছে। নাম বদল করে বাংলা ডেয়ারি করা হয়েছে। মাদার ডেয়ারিকে ব্যবহার করবেন না।’’

আরও পড়ুন-“গোলি মারো…” অভিযুক্তদের আইনি সাহায্য দেবে বিজেপি

Previous article“গোলি মারো…” অভিযুক্তদের আইনি সাহায্য দেবে বিজেপি
Next articleগুজব না রটিয়ে বাঁচতে দিন কিংবদন্তিকে, আর্জি পিকের ভাই প্রসূনের