ফের করোনার থাবা ভারতের অর্থনীতিতে, ১৭০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

ফের করোনাভাইরাসের থাবা অর্থনীতিতে। এক ধাক্কায় ভারতে শেয়ার সূচক নামল চার শতাংশের বেশি। সোমবার, সেনসেক্স ১৭১৮.৮১ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ৩৫, ৮৫৭.৮১ এর ঘরে। নিফটি সূচক ৪৬৪ পয়েন্ট পড়ে হয়েছে ১০, ৫২৫.৪৫।

নিফটি নথিভুক্ত ৫০টির মধ্যে ৪৬টি সংস্থার শেয়ারের দামই কমেছে। শতাংশের বিচারে সবচেয়ে বেশি কমেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টাটা স্টিল, জি এন্টারটেনমেন্ট, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ওএনজিসি ও বেদান্তর দাম। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ও ইনফোসিসের শেয়ারের দর সবচেয়ে বেশি কমেছে।
করোনাভাইরাস ক্রমশ মহামারীর আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে অর্থনীতিবিদদে, আশঙ্কা আরও পড়তে পারে শেয়ার সূচক।

Previous articleপ্রার্থী হতেই হবে, বিপাকে গেরুয়া নেতারা,কণাদ দাশগুপ্তের কলম
Next articleরাজ্যসভায় প্রায় নিশ্চিত বলেই বামেদের মেয়র পদে আগ্রহ হারিয়েছেন বিকাশ