প্রশাসনের হস্তক্ষেপে হুঁশ ফিরল কাছারি বাজারের ক্রেতা -বিক্রেতাদের, তবে প্রবীণদের মধ্যে অজ্ঞতা বেশি

করোনা মোকাবিলায় গোটা দেশজুড়ে চলছে লকডাউন। সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। কিন্তু সচেতন হচ্ছে না এক শ্রেণীর মানুষ। বিশেষ করে বাজার এলাকাগুলিতে ব্যাপক জমায়েত হচ্ছে সকালের দিকে।

এরই মধ্যে “এখন বিশ্ব বাংলা সংবাদ”এর প্রতিনিধি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কাছারির বাজার থেকে যে ছবি তুলে ধরেছে, সেখানে ক্রেতা-বিক্রেতার মধ্যে মাস্ক পড়ার প্রবণতা থাকলেও সামাজিক দূরত্ব কিন্তু রক্ষা হচ্ছে না। নতুন জেনারেশন কিছুটা সরকারি নির্দেশ মেনে চললেও, অদ্ভুতভাবে যাদের এই সংক্রমণের আশঙ্কা বেশি সেই প্রবীণ মানুষজন মাস্ক ব্যবহার করছেন না শুধু টসি নয়, সামাজিক গুরুত্বকেও পাত্তা দিচ্ছেন না।

আরও জানতে দেখে নিন ভিডিও…

Previous articleকরোনা চিকিৎসায় বাড়ি ছাড়তে চান কমল হাসান
Next articleBig Breaking :করোনায় আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী