হোম কোয়ারেন্টাইনে থাকা যুবকের কামড়ে মৃত্যু বৃদ্ধার

হোম কোয়ারেন্টাইনে থাকা যুবকের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। সদ্য শ্রীলঙ্কা থেকে ফেরেন ওই যুবক। তার শরীরে  করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছিল। ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রাখা হয় তাঁকে। সেই অবস্থাতেই বাড়ি থেকে বেরিয়ে এক বৃদ্ধাকে কামড়ে দেন তিনি।

শুক্রবার, তামিলনাড়ুর থেনি জেলায় ঘটনাটি ঘটেছে। জামা-কাপড়ের ব্যবসায়ী বছর ৩৫- এর ওই যুবকের নাম মানিকনন্দন। সম্প্রতি শ্রীলঙ্কা থেকে ফেরেন তিনি। করোনার উপসর্গ থাকায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা।

শুক্রবার, নগ্ন অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি। প্রতিবেশী ৮০ বছরের এক বৃদ্ধাকে রাস্তায় দেখতে পেয়ে, তাঁর গলায় কামড় বসান ওই যুবক। চিৎকার শুরু করেন ওই বৃদ্ধা। প্রতিবেশীরা গিয়ে হাসপাতালে নিয়ে যান বৃদ্ধাকে। শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর  বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

Previous articleমমতাই অনুপ্রেরণা, লকডাউনে গরিব-ভবঘুরেদের হাত ধুইয়ে খিচুড়ি খাইয়ে দিল একদল যুবক
Next articleকরোনা হামলার আগাম ভবিষ্যৎবাণী কৃষ্ণপ্রেমী বালকের!