লকডাউনে খোশ মেজাজে বেঙ্গল সাফারি পার্কের বাসিন্দারা, খোঁজ নিলেন পর্যটন মন্ত্রী

লকডাউনে কেমন আছে বেঙ্গল সাফারি পার্কের বাসিন্দারা? পার্ক বন্ধ। তারা ঠিক মতো খাবার পাচ্ছে তো? এইসব খবর নিতে মঙ্গলবার সাফারি পার্কে যান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। সেখানে গিয়ে আধিকারিকদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী জানান, সাফারি পার্কে ৪টি বাঘ, ৪টি চিতা, ৪টি ভল্লুক, ২টি কুমীর, ২টি হাতি, ৪০০ হরিণ সহ প্রচুর ময়ূর ও গন্ডার রয়েছে। সব প্রাণীই সুস্থ আছে। তাদের সঠিক সময়ে খাওয়ার দেওয়া হচ্ছে। মেডিক্যাল টিমও তাদের দেখাশোনা করছে।খাদ্যের কোনওরকম অভাবও নেই। লকডাউনে পার্ক বন্ধ থাকলেও তাদের যত্নে কোনওরকম ঘাটতি নেই।

দেখুন ভিডিও…

Previous articleপরামর্শ দিতে এত ছুৎমার্গ কেন ? কণাদ দাশগুপ্তের কলম
Next articleরাজ্যের জুটমিল খুলতে আর্জি কেন্দ্রের, পরিবহন নিয়ে ভাবছে মিল কর্তৃপক্ষ