সেতুর উপরে খাবারের আয়োজন, মানবিকতার অনন্য নজির

লকডাউন চলছে। এর মধ্যে প্রায় অনাহারে দিন কাটছে একাংশের মানুষের। তাদের জন্যই সামাজিক দূরত্ব বজায় রেখে তামিলনাড়ুতে খাবারের আয়োজন করা হয়েছে। রাজ্যের ত্রিচির কাবেরী সেতুতে প্রতিদিন পাত পেড়ে খাচ্ছেন শতাধিক মানুষ।

জেলাশাসক জানান, কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিযায়ী শ্রমিকদের উদ্যোগ নিয়েছে। কিন্তু প্রয়োজন ছিল বড় জায়গার। তাই সেতুতে এই আয়োজন। খাবারের সময়গুলো শ্রমিকদের জানিয়ে দেওয়া হয়েছে। যেমন- সকাল সাড়ে আটটায় প্রাতঃরাশ, দুপুরের খাবার ১টায়, বিকেল ৬টায় চা খাওয়ানো হয়, রাত ৮টায় রাতের খাবার। যারা খাবারের খোঁজে আসেন তাঁদের মধ্যে শ্রমিক, গৃহহীন, ভিক্ষুকদের সংখ্যাই বেশি।

প্রসঙ্গত, লকডাউনের জেরে তামিলনাড়ুতে আটকে বহু শ্রমিক। টাকার অভাবে সমস্যর মুখে পড়েছেন তাঁরা এবং রাজ্যের বহু মানুষ। তবে শহরের কমিশনার জানান, যাঁদের খাবারের আয়োজন করা হয়েছে তারা এই শহরের বাসিন্দা। লকডাউনের জেরে অসহায় অবস্থা তাদের। এই অবস্থায় পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। সামাজিক দূরত্ব বজায় রেখেই খাবার দেওয়া হচ্ছে তাদের। সেতুর উপরেই চক দিয়ে স্থানগুলি আলাদা করে চিহ্নিত করে রাখা হয়।

Previous articleকরোনা মোকাবিলায় নির্দেশ জারি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোবাইলে ‘আরোগ্য সেতু’ অ্যাপ বাধ্যতামূলক
Next article২৪ ঘন্টায় পাল্টে গেল টিকিয়াপাড়ার চিত্রটা, দোষীদের শায়েস্তা করতে পুলিশের সঙ্গে সাধারণ মানুষও