Sunday, January 18, 2026

সুরাপ্রেমীদের পাশে রাজ্য, অনলাইনে বাড়িতে বসেই মদ, ভিড় এড়াতে ‘লিকার-কুপন’

Date:

Share post:

কোথাও এক কিমি লাইন, কোথাও ভিড়ের চাপে বন্ধ দোকান৷ মদের টানে ব্যাকুল বাংলা৷ সংবাদমাধ্যম ছেয়ে গিয়েছে এ ধরনের ছবি৷

মদের দোকানে ভিড় এড়াতে এবার দু’টি নয়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।

সাধারণ ক্রেতাদের জন্য মদের ‘ই-রিটেল’ শুরু হচ্ছে রাজ্যে। এর অর্থ, বাড়িতে বসেই এবার অনলাইনে মদ বুক করতে পারবেন সাধারণ ক্রেতারা। অন্যদিকে, মদের অফ-শপ বিক্রির জন্য বিশেষ ‘সুরা-কুপন’ চালু করল রাজ্য।

সোমবার থেকে মদের দোকানের ঝাঁপ খোলার পর থেকেই রাজ্যের সর্বত্র এ ধরনের দোকানের সামনে লম্বা লাইন পড়েছে। অধিকাংশ ক্ষেত্রেই সোশ্যাল ডিসট্যান্সিং মানা হচ্ছে না। পুলিশ বা প্রশাসনের হুঁশিয়ারিকেও দেখানো হয়েছে বুড়ো আঙুল৷

তাই দোকানের সামনের দীর্ঘ লাইন ও ভিড় এড়াতে খুচরো বিক্রেতাদের পাশাপাশি সাধারণ গ্রাহকদেরও অনলাইনে মদ বুক করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে রাজ্যের তরফে জানানো হয়েছে, “ওয়েস্টবেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে লগ-ইন করে মদ বুক করা যাবে”৷ তারপর নিকটতম মদের দোকানের তরফে তা সংশ্লিষ্ট ক্রেতার বাড়িতে দিয়ে আসা হবে। অর্থাৎ বাড়িতে বসেই নিজের পছন্দসই মদ পাবেন মদ্যপ্রেমীরা। তবে ক্রেতাদের বয়স ২১-এর বেশি হতে হবে বলে জানিয়েছে সরকার। সূত্রের খবর, দিন সাতেকের মধ্যেই সাধারণ ক্রেতারা এই সুযোগ পাবেন।

পাশাপাশি, মদের দোকানের সামনে সুরক্ষা-বিধি বজায় রাখার জন্য কুপন ব্যবস্থা চালু হচ্ছে। সেই ব্যবস্থায় মদের দোকানে গিয়ে আগে কুপন সংগ্রহ করতে হবে। তাতে নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকবে। সেই সময়মতো গেলে মিলবে মদ। ফলে এড়ানো যাবে ভিড়।

spot_img

Related articles

কালনা থেকে কলকাতা, এবছর তুঙ্গে ‘কিউট সরস্বতী’র চাহিদা

বলতে গেল সরস্বতী প্রতিমার মুখশ্রী, কৃত্রিম বুদ্ধিমত্তার (artificial intelligence) কৃতিত্বে বাঙালির চেনা বাগদেবীর মুখের আদলে এবার নয়া মেকওভার!...

সেবাশ্রয় ২.০: চলাফেরার ক্ষমতা ফিরিয়ে দিয়ে দশ বছরের শিশুর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার 

জনসেবার ধারাবাহিক যাত্রা অব্যাহত রেখে 'সেবাশ্রয় ২.০' (Sebaashray 2.0) মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছে। এবার সহানুভূতি...

কুয়াশায় দৃশ্যমান্যতার অভাব, রবিবাসরীয় সকালে দিল্লিতে ব্যাহত বিমান পরিষেবা

প্রবল ঠান্ডা আর কুয়াশার জোড়া ইনিংসে কাবু দেশের রাজধানী। মৌসম ভবনের (IMD) পূর্বাভাস মিলিয়ে রবিবাসরীয় সকাল থেকে ঘন...

আজ নদিয়া সফরে অভিষেক, রোড শো করবেন কৃষ্ণনগরে

'আবার জিতবে বাংলা কর্মসূচি'তে রবিবার নদিয়া জেলায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার বহরমপুরে রোড শো করতে দেখা...