ভারতকে ঘিরতে কৃত্রিম দ্বীপ চিনের, ধরা পড়ল স্যাটেলাইটে

করোনাভাইরাস ছড়িয়ে দেওয়া নিয়ে বারবার কাঠগড়ায় তোলা হয়েছে চিনকে। এবার প্রকাশ্যে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। ভারত থেকে ৬৮৪ কিমি দূরে মালদ্বীপের কাছে এক কৃত্রিম দ্বীপ তৈরি করেছে চিন।

ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যানালিস ট্রেডোসট্রফের মাধ্যমে চিনের এই গোপন কাণ্ড জানা গিয়েছে। সিআইপিআরআই – এর পরমাণু সূচনা কার্যক্রমের ডিরেক্টর হেন্স ক্রিস্টন্সন টুইট করে জানান, “মালদ্বীপ সরকার ফেদু ফিনলুদ্বীপকে ৪ মিলিয়ন ডলারের বিনিময়ে চিনকে লিজ দিয়েছিল। সেই দ্বীপকে নিজেদের সুবিধার জন্য আরও বাড়িয়ে নিয়েছে চিন।” চিনের এই আচরণ থেকে স্পষ্ট ভারতকে ঘিরে ফেলতে চাইছে জিংপিং সরকার।

Previous articleট্রেনে নূন্যতম খাবার জলটুকু নেই! দুর্গাপুর-আসানসোলে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ
Next articleবেলেঘাটা আইডি দেখে অভিভূত, নোট লিখে জানাল কেন্দ্রীয় প্রতিনিধি দল