লকডাউনের এক মাসে চার সংস্থা! জিওতে লগ্নি এবার জেনারেল আটলান্টিকের

এই লকডাউনের বাজারেও ব্যবসা করে চলেছে মুকেশ আম্বানির জিও। সংস্থায় এক মাসের মধ্যে একের পর এক সংস্থা বিনিয়োগ করে চলেছে। রবিবারের খবর, এবার পৃথিবীর নেট দুনিয়ার বাজারে অতি পরিচিত সংস্থা জেনারেল আটলান্টিক বিনিয়োগ করতে চলেছে। জিওতে ১.৩৪% শেয়ার কিনেছে এই সংস্থা, টাকার অঙ্কে যা ৬ হাজার ৬০০ কোটি টাকা। এশিয়া মহাদেশে সংস্থার এটাই সবচেয়ে বড় বিনিয়োগ তথা লগ্নি। ইতিমধ্যে জিওতে শেয়ার কিনেছে ফেসবুক, ভিস্তা ও সিলভার লেক। জেনারেল আটলান্টিক হলো চতুর্থ সংস্থা। সব মিলিয়ে এই চার সংস্থা জিওতে বিনিয়োগ করল ৬৭হাজার ১৯৫ কোটি টাকা। এই দুঃসময়ে জিওর হাত ধরে বিদেশি বিনিয়োগ যে আন্তঃরাষ্ট্রীয় শিল্পোদ্যোগীদের উৎসাহিত করবে, তা বলার অপেক্ষা রাখে না।

Previous articleখেলা-মেলা-লীলায় টাকা নষ্ট হয়, কিন্তু পরিযায়ীদের জন্য রেলগাড়ি নয়! কটাক্ষ দিলীপের
Next articleলকডাউন ৪.০ : দেশজুড়ে জারি নাইট কার্ফু, ঘোষণা কেন্দ্রের