আফফান: উপকূলবর্তী অঞ্চলে চূড়ান্ত সর্তকতা

আমফানের সবচেয়ে প্রভাব বেশি পড়তে পারে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলে, জানালেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা। তিনি জানান,

• ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে শুরু বৃষ্টি হয়ে গিয়েছে।

• মোতায়েন রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবেলা দল

• উপকূলবর্তী জেলার নীচু জায়গা থেকে বাসিন্দাদের সরানো হচ্ছে।

• এখনও পর্যন্ত ৪০ হাজার লোককে সরানো হয়েছে।

• একলক্ষ লোককে মঙ্গলবার রাতের মধ্যে সরানোর পরিকল্পনা রয়েছে

• কাঁথি, হলদিয়ার উপকূল অঞ্চলের নীচু জায়গায় বসবাসকারীদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

• পূর্ব মেদিনীপুরের উপকূলে বিশেষ সর্তকতা জারি করা হয়েছে।

• সমস্ত মৎস্যজীবীকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

• ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।

Previous articleসুপার সাইক্লোন : মুখ্যমন্ত্রীকে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Next articleউপকূলে আছড়ে পড়ার সময়ে শক্তি ক্ষয় হবে আমফানের