ভয়াবহ দাবানলের কবলে পড়েনি উত্তরাখণ্ড! ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায়

উত্তরাখণ্ডে কোনও ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেনি। এমনটাই জানাল রাজ্যের বন দফতর। দিন কয়েক আগে জানা যায় উত্তরাখণ্ডে জ্বলে গিয়েছে বিস্তৃণ সবুজ বনাঞ্চল। দাবানলের কবলে পড়ে ভস্মীভূত হয়েছে বনাঞ্চলের প্রায় ৭১ হেক্টরের জমি। বন দফতরের ক্ষতি হয়েছে প্রায় ১.৩২ লক্ষ টাকা।

তবে আগুন লাগার ঘটনা পুরোপুরি উড়িয়ে দেয়নি রাজ্য সরকার। রাজ্যের বন দফতর জানিয়েছে, ভয়ঙ্কর দাবানলের মতো কোনও ঘটনা সে রাজ্যে ঘটেনি। বরং প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে সেখানে। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ছড়িয়েছে তা চিলি বা অন্য দেশের বলেই দাবি বন দফতরের।

উত্তরাখণ্ডের দাবানলে খবর ছড়িয়ে পড়তেই জানা গিয়েছিল, দাবানলের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুমায়ুন অঞ্চলের জঙ্গলগুলির। কুমায়ুন ছাড়াও দাবানলের খবর পাওয়া গিয়েছে নৈনিতাল, আলমোরা, পউরি গাড়ওয়াল, দেরাদুন এবং তেহরি থেকেও। এমনকী জানা যায়, চলতি বছরে শুধুমাত্র কুমায়ুন এই অঞ্চলেই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ১২০০ হেক্টর বন। আগুনের গ্রাসে মৃত্যু হয়েছে বিরল প্রজাতির বন্যপ্রাণীর। নষ্ট হয়ে গিয়েছে অনেক দুর্লভ গাছ।

Previous articleরাত পোহলেই জামাই ষষ্ঠী, করোনা-আমফানের তাণ্ডবে কাঁদছে বাংলার বাজার
Next articleফের বাংলার পাশে, আমফানে গৃহহীনদের জন্য ৫০০ মেট্রিক টন ত্রিপল পাঠাচ্ছে ওড়িশা