গতকাল ছিল ছায়াহীন দিন, ব্যাপারটা কী জানেন?

শহর কলকাতা এবং পার্শ্ববর্তী হাওড়ায় দেখা গেল জিরো শ্যাডো। সাধারণত এক বিন্দুতে সূর্য ও কোনও অঞ্চল অবস্থান করলে এই ঘটনা ঘটে। বিজ্ঞানীদের কথা অনুযায়ী, শুক্রবার ২২.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ অতিক্রম করেছে সূর্য। যার জেরে কলকাতা ও হাওড়ার বেশ কিছু অঞ্চলে ১১.২৬ মিনিটে সূর্য ছিল ঠিক মাথার উপরে।

কর্কটক্রান্তি রেখার দক্ষিণে থাকার জন্য বছরে ২ বার সূর্য কলকাতার ঠিক মাথার উপর দিয়ে যায়। শুক্রবার ৫ জুনের পর এই ঘটনা ফের দেখা যাবে ৭ জুলাই। সূর্য তার উত্তরায়ণের পথে ৫ জুন এবং দক্ষিণায়নের পথে ৭ জুলাই কলকাতা হাওড়ার একই অক্ষাংশে পৌঁছাবে। স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে সূর্য ঠিক মাথার উপরে থাকবে। ফলে প্রত্যেকের ছায়া তাঁর পায়ে পড়বে।

Previous articleকরোনায় আক্রান্ত রজনীকান্ত! ভুয়ো খবর রটিয়ে বিপাকে এই অভিনেতা
Next articleকরোনা চিকিৎসার জন্য হাইকোর্টের দ্বারস্থ পরিবার, শুনানির আগে মৃত্যু বৃদ্ধের