লকডাউনের মধ্যে নেপাল সীমান্তে গুলিতে মৃত এক ভারতীয়

লকডাউনের মধ্যেই নেপাল সীমান্তে গুলিতে মৃত এক ভারতীয় । তিনি সীতামাঢ়ি জেলার বাসিন্দা। বিহারের সীতামাঢ়ি জেলার লাগোয়া নেপাল সীমান্তে গুলি চলে। অভিযোগ, নেপালি সীমান্তরক্ষীরা গুলি চালিয়েছেে ।
এই ঘটনায় প্রবল উত্তেজনা দেখা দিয়েছে বিহার নেপাল সীমান্ত গ্রামগুলিতে।
অভিযোগ উঠেছে , সীমান্ত এলাকায় ডাকাত সন্দেহে গুলি চালায় নেপালি আর্মি। তাতেই মারা যায় ওই যুবক। এর আগে একই রকম ঘটনায় ভারতীয় রক্ষীদের গুলিতে এক নেপালি নাগরিকের মৃত্যু হয়েছিল।
গত ১৩ মে ৬ জন এবং ১৪ মে ৪ জন নেপালের নাগরিককে আটক করা হয়েছিল । মেচি পেরিয়ে নেপালে ঢুকে পড়ার পরেও সেখানকার পুলিশের হাতে ধরা পড়ে কোয়ারান্টিন সেন্টারে রাখা হয় তাদেরকে। এই চোরাপথে যাতায়াতের জেরে দুই দেশেই করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও বাড়ছে বলে স্থানীয়দের দাবি।
আসলে দেশের খোলা সীমান্ত থাকায় আসা যাওয়া অবাধ। সাম্প্রতিক সীমান্ত বিরোধের মাঝে এই গুলি চালনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Previous articleআগামী সপ্তাহে পরপর দুদিন ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি
Next articleদিলীপেই আস্থা, তবু বুক ভরা অভিমান পি সি সরকারের, অভিজিৎ ঘোষের কলম