পৃথিবী ধ্বংসের ইঙ্গিত বাইবেলে উল্লেখ আছে, দাবি খ্রিস্টধর্ম বিশ্লেষকের

চলতি বছরে দুর্যোগ পিছু ছাড়ছে না! আমরা ধারণা করে নিয়েছি যে পৃথিবী একটা সংকটের মুখে পড়েছি। আর ঠিক এমনই কথা বাইবেলেও লেখা রয়েছে। এক বিখ্যাত খ্রিস্টধর্ম বিশ্লেষক পল বেগলে দাবি করেছেন যে, বাইবেলে তিনটি জিনিসের ইঙ্গিত দেওয়া আছে তা দেখলেই বোঝা যায় পৃথিবী ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে।
তিনি বলেছেন, বাইবেলে উল্লেখ আছে পৃথিবীর অন্তিম লগ্নে আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে পঙ্গপাল হানা দেবে। আর বাস্তবে এমনটাই ঘটে চলেছে।
তিনি দাবি করেছেন, আগামী সূর্যগ্রহণ যীশু খ্রিস্টের জন্মস্থান জেরুজালেম ৪ ঘন্টা সূর্যের আলো পাবে না। পৃথিবী আঁধারে ঢেকে যাবে যা এক ধ্বংসের লক্ষণ। আগামী ৪ জুলাই, সূর্যগ্রহণের কথা বলেও দিয়েছেন।
সবশেষে তিনি ব্লাড মুন এর কথা উল্লেখ করেছেন। তাঁর দাবি, আগামী জুলাই মাসের রাতের আকাশে রক্তিম চাঁদ দেখা যাবে। মাঝরাতে রক্তিম চাঁদ দেখাও কিন্তু মারাত্মক হতে পারে।
সব মিলিয়ে বাইবেলে পৃথিবী ধ্বংসের উল্লেখ যেখানে রয়েছে তাতে সেখানে এই চিহ্নগুলোর কথা বারবার বলা হয়েছে।

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleসীমান্তরেখায়  উত্তেজনা কমানোর লক্ষ্যে আজ সকালেও সক্রিয় নয়াদিল্লি ও বেজিং