ভারতে করোনা: ২৪ ঘণ্টায় রেকর্ড আক্রান্ত, তবে সুস্থতার হারও বেড়ে প্রায় ৫৪ শতাংশ

ভারতে করোনায় নতুন সংক্রমণের রেকর্ড হল গত ২৪ ঘণ্টায়। পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। শুক্রবার সকালে দেশে নতুন অাক্রান্ত ১৩ হাজার ৫৮৬। একদিনের নিরিখে এটি রেকর্ড। অন্যদিকে সুস্থ হওয়ার সংখ্যা একদিনে ১০ হাজার ৩৮৬। অর্থাৎ প্রায় ৫৪ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ‍্যমন্ত্রকের সর্বশেষ হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৩৬ জনের করোনায় মৃত‍্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৮৬ জন। ফলে ভারতে মোট কোভিড আক্রান্ত এখন ৩ লক্ষ ৮০ হাজার ৫৩২। মোট মৃত্যু ১২ হাজার ৫৭৩। অ্যাকটিভ কেস প্রায় ১ লক্ষ ৬৩ হাজার ২৪৮।

Previous articleকরোনার উপর সূর্যগ্রহণের প্রভাব কী? জানালেন রাজজ্যোতিষী অনিমেষ শাস্ত্রী?
Next articleচিনের বাড়াবাড়ির কারণ খুঁজেই যথাযথ ব্যবস্থা নিতে হবে, কুণাল ঘোষের কলম