বিক্রি হবে চে গেভেরার জন্মভিটে, বিজ্ঞপ্তি জারি মালিকের

বিপ্লবী আর্নেস্তো চে গেভেরার জন্মভিটে বিক্রির ঘোষণা ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে হইচই। ওই বাড়িটির বর্তমান মালিক আর্জেন্টিনার ব্যবসায়ী ফ্রান্সিসকো ফাররুজা। সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলতে চেয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু কোনও অজ্ঞাত কারণে তা হয়নি। তাই এবার বাড়ি বিক্রি করবেন বলে বিজ্ঞপ্তি জারি করেছেন ফ্রান্সিসকো ফাররুজা।

১৯২৮ সালে ওই বাড়িতেই চে-র জন্ম হয়। ১৯৬৭ সালে বলিভিয়ার গেরিলা যুদ্ধের সময় মৃত্যু হয় চে-র। দেশ-বিদেশ থেকে বহু লোক ২৫৮০ স্কোয়ার ফিট-এর ওই বাড়ি দেখতে যান। চে-র ওই জন্মভিটে রোজিরও-র অন্যতম দর্শনীয় স্থান।

Previous articleঢাকার শ্যামবাজারে ফেরি দুর্ঘটনা: তলিয়ে গেল লঞ্চ, মৃত ৩০
Next articleচৌত্রিশ বছরের হিসেব দিলাম