মাধ্যমিকে দ্বিতীয় অভীক, তৃতীয় দেবস্মিতা ডাক্তার হতে চায়

অতিমারি আবহের মধ্যেই প্রকাশিত হলো ২০২০ মাধ্যমিকের ফলাফল। মেধা তালিকাও প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। যেখানে মাধ্যমিকে দ্বিতীয় অভীক দাস প্রাথমিক প্রতিক্রিয়াতে জানিয়েছে ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়।

অভীকের প্রাপ্ত নম্বর ৬৯৩। সে কাটোয়া কাশীরাম দাস বিদ্যায়তনের ছাত্র। বাড়ি কাটোয়া মাস্টারপাড়ায়। অভীক আরও জানিয়েছে, রেজাল্ট ভালো হবে হবে আশা করেছিল, কিন্তু এরকম হবে ভাবেনি। খুব ভালো লাগছে। পরিবারের সকলে খুশি। অভীক তার এই কৃতিত্বের জন্য পরিবারের সকল সদস্য , তার স্কুল শিক্ষক ও গৃহ শিক্ষক শিক্ষিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

অন্যদিকে, মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকারী দেবস্মিতা মহাপাত্র ভবিষ্যতে ডাক্তার হতে চান বলে জানিয়েছে।
ভবানীচক হাইস্কুলের দেবস্মিতা মহাপাত্র-এর প্রাপ্ত নম্বর ৬৯০।

Previous articleঘোষিত লকডাউন: কোচবিহার সদরের চিত্রটা বদলেছে কি?
Next articleপোস্টমর্টেম রিপোর্টে যৌনাঙ্গে ক্ষতচিহ্ন! নিউ আলিপুরে নাবালিকার রহস্য মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়