মেধাতালিকায় ৮৪ জনের একজনও নেই কলকাতার স্কুলের!

মেধা তালিকায় এবার ৮৪জন। অর্থাৎ প্রথম দশে প্রায় একশোজন। বিস্ময়ের ব্যাপার এই তালিকায় কলকাতার কোনও স্কুলের একজনও পড়ুয়া নেই। এটা কার্যত বিরল এবং ব্যতিক্রম। ৮৪জনের মধ্যে একজনও কলকাতার কেন নেই? জবাবে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, প্রত্যেকবার এই ধরণের প্রশ্ন আসে। আমি তো বলেছি, আপনারা এ নিয়ে সমীক্ষা করুন। কেন হচ্ছে দেখুন। কলকাতার অনেক অভিভাবক ভাবছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন স্কুলটা ভালো তাই কলকাতা থেকে সেখানে গিয়ে ছেলেকে রেখে পড়াচ্ছেন। এই ঘটনাও আছে। তবে আপনারাই খুঁজে বের করুন। কলকাতার পাশে দুই ২৪ পরগনায় মেধা তালিকায় অনেকে থাকলেও রাজ্যের রাজধানীর ঝুলি শূন্য।

Previous articleপোস্টমর্টেম রিপোর্টে যৌনাঙ্গে ক্ষতচিহ্ন! নিউ আলিপুরে নাবালিকার রহস্য মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়
Next articleমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অরিত্র গবেষক হতে চায়