Wednesday, January 7, 2026

চিনের প্রতি বার্তা, ভারত মহাসাগরে রণসজ্জা ভারতীয় নৌসেনার

Date:

Share post:

ভারত-চিন সংঘাত যে সহজে মেটার নয় তা এখন পরিস্কার। পূর্ব লাদাখের গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের ক্ষতও জুড়োবে না তাড়াতাড়ি। বরং চিনের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালানোর পাশাপাশি অর্থনৈতিক ও সামরিক কৌশলে চিনের একাধিপত্যের নীতির উপর চাপ তৈরি করাই ভারতের সামনে গ্রহণযোগ্য পথ। সেই লক্ষ্যে এবার ভারত মহাসাগরে নজিরবিহীন রণসজ্জা প্রদর্শন করে চিনকে বার্তা দিতে চাইল নয়াদিল্লি। সেই উদ্দেশ্যে ভারত মহাসাগরে সাজানো হল নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ। বাহিনীর এক সেনাকর্তা জানিয়েছেন, গালওয়ান উপত্যকায় ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়ার জবাব দিতেই ভারতীয় নৌসেনা প্রথম সারির সব যুদ্ধজাহাজ ও সাবমেরিন সাজিয়ে রেখেছে ভারত মহাসাগরে। লাদাখে চিনের আগ্রাসনের নীতি যে ভারতের কাছে আদৌ গ্রহণযোগ্য নয়, তা বোঝাতেই এই ব্যবস্থা।

সম্প্রতি চিন নিয়ে সীমান্তে উত্তেজনার আবহে নিয়মিত বৈঠক করছেন ভারতীয় স্থল, বায়ু ও নৌ সেনাবাহিনীর প্রধানরা। চিন ও পাকিস্তান, দুই বিরোধী শক্তিকে রুখতে সবরকম প্রস্তুতি চূড়ান্ত করার পরিকল্পনা চলছে দফায় দফায়। মঙ্গলবার নতুন করে একদফা জাহাজ ভারত মহাসাগরে পাঠিয়ে চোখে পড়ার মতো বার্তা দেওয়া সম্ভব হলেও প্রস্তুতি চলেছে অনেক দিন ধরেই। কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে মার্কিন রণতরীর সঙ্গে ‘পাসেক্স’ নৌমহড়া সেরে নিয়েছে ভারত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোসাগরে মার্কিন রণতরী ইউএসএস নিমিটিজ়ের সঙ্গে নৌমহড়ায় অংশ নেয় ভারতের নৌবাহিনী। পূর্ব লাদাখে সীমান্ত উত্তেজনার টানটান পরিস্থিতিতে সমুদ্রে অামেরিকা, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে ভারতের যৌথ নৌ-মহড়া যে চিনের জন্য স্বস্তিদায়ক নয় তা বলার অপেক্ষা রাখে না। ভারত মহাসাগরে সেরা রণতরী ও সাবমেরিনের বিপুল সমাবেশ ঘটিয়ে চিনকে কূটনৈতিক বার্তাই দিতে চায় ভারত।

 

spot_img

Related articles

শীতে মানুষের পাশে পুলিশ: ৩৫০ দুঃস্থকে শীতবস্ত্র প্রদান সন্দেশখালিতে

শীতের প্রকোপে যখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন, তখন মানবিক উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ালো...

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি ২০ জানুয়ারি থেকে, ঘোষণা পর্ষদের

চলতি মাসের ২০ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে বলে জানাল মধ্য শিক্ষা পর্ষদ। ওই...

কলকাতা ও হাওড়ায় বায়ুদূষণ নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে 

কলকাতা ও হাওড়া শহরজুড়ে ক্রমবর্ধমান বায়ুদূষণ রুখতে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আকাশ শর্মা নামে এক...

জনজোয়ারের অপেক্ষায় ইটাহার! অভিষেকের রোড শো ঘিরে উৎসবের মেজাজ উত্তর দিনাজপুরে

বুধবার ইটাহার শহর কার্যত জনজোয়ারে ভাসতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সফরকে ঘিরে...