এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের বড়ঞা থানার সুন্দরপুর গ্রাম। রবিবার বিকাল থেকে গ্রামে দফায় দফায় বোমাবাজি হয়। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সকাল থেকেই গ্রামের তৃণমূল নেতা সাবির শেখ ও তাঁর সঙ্গীদের সঙ্গে বচসা শুরু হয় পঞ্চায়েত প্রধান অনুগামী আলো শেখ-সহ তাঁর অনুগামীদের। বিকেল ৫টা নাগাদ দুপক্ষের মধ্যে বোমাবাজি শুরু হয়। ঘটনায় দুজন জখমের খবর পাওয়া গেলেও তাঁদের চিকিৎসার জন্য কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাঁর হদিস মেলেনি। ঘটনার খবর পেয়ে বড়ঞা থানার ওসি নির্মল দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে রবিবার সন্ধে পর্যন্ত ঘটনার জেরে কাউকে গ্রেফতার করা হয়নি।
