প্রকাশিত হলো রাম মন্দিরের ভূমি পুজোর আমন্ত্রণপত্র

বুধবার ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমি পুজো। তার দুদিন আগে প্রকাশিত হলো পুজোর আমন্ত্রণপত্র। ওই আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রয়েছে। পাশাপাশি নাম রয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মহন্ত নিত্যগোপালদাস।

পর্যবেক্ষকদের মতে, মহামারির জেরে আমন্ত্রণের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে একাধিক নাম। গেরুয়া রঙের আমন্ত্রণপত্রে রয়েছে রামলালার ছবি। মোট দেড়শ জনকে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র। ভূমি পুজোর মঞ্চে থাকবেন ৫ জন। ৪০ কেজি ওজনের একটি রুপোর ইট দিয়ে রামমন্দির নির্মাণের প্রতীকি সূচনা করবেন প্রধানমন্ত্রী।

রাম মন্দির নির্মাণ উপলক্ষ্যে সোমবার শুরু হয়েছে যজ্ঞ। এদিন সকাল ন’টায় শুরু হয় যজ্ঞের অনুষ্ঠান। গণেশ পুজো দিয়ে ভূমি পুজোর প্রস্তুতি শুরু হয়। এদিন ভূমি পুজোর প্রস্তুতি খতিয়ে দেখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রামলালার জন্য তৈরি হয়েছে সবুজ গেরুয়া বসন। বুধবার রামলালাকে ওই পোশাক পরানো হবে বলে জানা গিয়েছে।

Previous articleসংক্রমণ রুখতে লালবাজারে ‘আইসোলেশন সেল’
Next articleসরকারের চিন নীতি বিভ্রান্তিকর, আইপিএলে স্পনসর নিয়ে কেন্দ্রকে তোপ ওমরের