শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত ৭৮,৩৫৭, মৃত্যু ১০৪৫

সেপ্টেম্বর মাসেও দেশজুড়ে করোনার দাপট অব্যাহত। রোজই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৭৮ হাজার ৩৫৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। এই নিয়ে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭ লক্ষ ৬৯ হাজার ৫২৪।

পাশাপাশি এই ২৪ ঘন্টার মারণ ভাইরাসের বলি হয়েছেন আরও ১০৪৫ জন রোগী। ফলে এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ৬৬ হাজার ৩৩৩ জন রোগীর। আজ, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৮ লক্ষ ০১ হাজার ২৮২ জন। তবে স্বস্তির খবর, ইতিমধ্যেই করোনা জয়ের পর সুস্থ হয়ে গিয়েছেন ২৯ লক্ষ ০১ হাজার ৯০৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬২ হাজার ২৬ জন করোনাজয়ী।

আরও পড়ুন : টানা ৭ ঘণ্টা তল্লাশিতে বারামুল্লায় খোঁজ মিলল জঙ্গি আস্তানার, উদ্ধার অস্ত্রও

Previous articleটানা ৭ ঘণ্টা তল্লাশিতে বারামুল্লায় খোঁজ মিলল জঙ্গি আস্তানার, উদ্ধার অস্ত্রও
Next articleবৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, প্রবল জলোচ্ছাসের সতর্কতা