টানা ৭ ঘণ্টা তল্লাশিতে বারামুল্লায় খোঁজ মিলল জঙ্গি আস্তানার, উদ্ধার অস্ত্রও

টানা ৭ ঘণ্টা তল্লাশি চালিয়ে কাশ্মীরের বারামুল্লায় খোঁজ মিলল একাধিক জঙ্গি আস্তানার। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী। শুধু জঙ্গি আস্তানা নয়, সেনাবাহিনীর তল্লাশিতে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র।

আরও পড়ুন : আমিরশাহির শান্তি চুক্তি মুসলিম দুনিয়ার সঙ্গে প্রতারণা বলে মন্তব্য ক্ষুব্ধ খামেইনির

সেনাবাহিনীর কাছে খবর ছিল নিয়ন্ত্রণরেখার কাছাকাছি কিছু সন্দেহভাজন লোক ঘোরাফেরা করছে। নিয়ন্ত্রণরেখার নিকটবর্তী রামপুরের একটি গ্রামে জঙ্গি আস্তানা খুঁজে পায়।টানা সাত ঘণ্টা ধরে তল্লাশি চালায় তাঁরা। ৫টি একে ৪৭ রাইফেল, ৬টি ম্যাগাজিন, একটি বাক্সে ভরা ১২৫৪ রাউন্ট একে ৪৭ রাইফেলের গুলি, ৬টি পিস্তল, ৯টি  ম্যাগাজিন, ২১টি গ্রেনেড ও ২টি রেডিও সেট ধার করা হয়েছে। সেনাবাহিনীর ধারণা, সংশ্লিষ্ট অঞ্চলের বড়সড় নাশকতার ছক কষছিল জঙ্গিরা।

আরও পড়ুন : খুলে গেলো কোনারকের সূর্য মন্দির

Previous articleস্মার্টকার্ড রিচার্জ করার অ্যাপ চালু মেট্রো রেলের
Next articleশেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত ৭৮,৩৫৭, মৃত্যু ১০৪৫