বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত

খায়রুল আলম , ঢাকা

দেশের বাজারে দাম বৃদ্ধি ঠেকাতে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত। অতি বৃষ্টি ও বন্যায় পেঁয়াজ সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে এবং বিভিন্ন পাইকারি আড়তে পেঁয়াজের দাম বাড়ছে।

বাংলাদেশের সীমান্তবর্তী স্থলবন্দর দিনাজপুরের হিলির কাস্টমস কর্মকর্তাদের বরাত দিয়ে সিএন্ডএফ এজেন্ট শঙ্কর দাস বলেন, সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে অতিবৃষ্টি ও বন্যা হওয়ায় ভারতের যেসব অঞ্চলে পেঁয়াজ উৎপাদন হতো সেখানে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হয়েছে। যে কারণে পেঁয়াজের সরবরাহ কমায় ভারতের বাজারেই পেঁয়াজের দাম বাড়ছে।
এই অবস্থায় পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে সোমবার,১৪ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে ভারত সরকার হিলি কাস্টমসকে এ তথ্য জানিয়েছে। সে মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, সোমবার থেকে সব ধরণের পেঁয়াজ রফতানি বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন এখনও জারি হয়নি, তবে অচিরেই জারি হবে বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে পেঁয়াজ আমদানির জন্য যেসব এলসি খোলা রয়েছে এবং টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেগুলোর বিপরীতেও কোনও পেঁয়াজ রফতানি হবে না।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, ভারতীয় রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্ট আমাদের জানিয়েছেন যে ভারত কোনও পেঁয়াজ রফতানি করবে না। ভারত সরকার নাকি কাস্টমসকে নিষেধ করেছেন পেঁয়াজ রফতানি না করতে। এবং পেঁয়াজ রফতানি করবে না বলেও বলেছে আমাদের। তাদের এই সিদ্ধান্তের কারণে আমাদের অনেক আমদানিকারকের বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা রয়েছে। আমরা এখন বিপাকের মধ্যে পড়ে গিয়েছি।

Previous articleএকুশেই মিলবে ভ্যাকসিন! প্রথম টিকা নিতে রাজি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
Next article“রানি লক্ষ্মীবাঈ কঙ্গনা, তাহলে কি বিবেক ওবেরয় প্রধানমন্ত্রী?” প্রশ্ন প্রকাশ রাজের