এসে গেল প্রধানমন্ত্রীর নয়া বাহন, থাকছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের ব্যবস্থাও

ক্ষেপণাস্ত্র প্রতিরোধের অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন প্রধানমন্ত্রীর নতুন বাহন চলে এল ভারতে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যবহারের জন্য এই বিশেষ বিমান। বিমানটি এবার এয়ার ইন্ডিয়া ওয়ানে যুক্ত হতে চলেছে। আমেরিকার টেক্সাসের ওর্থ বিমানবন্দর থেকে ১৫ ঘণ্টার যাত্রা শেষে অত্যাধুনিক বোয়িং ৭৭৭-৩৩০ ই আর বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ৩ টে ১১ মিনিটে বোয়িং জেটটি ভারতে অবতরণ করে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির ব্যবহারের জন্য এধরনের দুটি বিমান ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিমানের প্রধান বিশেষত্ব, তার অতি আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। বিশেষত এই বিমানে আছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের নিজস্ব ‘মিসাইল ডিফেন্স সিস্টেম’। যা ‘লার্জ এয়ারক্রাফ্ট ইনফ্রারেড কাউন্টারমেজার্স’ নামে পরিচিত। বিমানে রয়েছে সেল্ফ প্রোটেকশন স্যুট। নিরাপত্তা ব্যবস্থার বিচারে এবার মার্কিন প্রেসিডেন্টের বিমানকে টক্কর দেবে মোদির এই নয়া বাহন। বিমানে থাকছে একটি বড় মাপের অফিস। বৈঠকের জন্য ঘর, বিভিন্ন কমিউনিকেশন সিস্টেমের পাশাপাশি স্বাস্থ্যজনিত জরুরি অবস্থা সামলানোর জন্য আছে একটি সম্পূর্ণ আলাদা বন্দোবস্ত। শুধু তাই নয়, তেল ভরার জন্য কোথাও না দাঁড়িয়েই ভারত থেকে আমেরিকা সরাসরি উড়ে যেতে পারবে বিমানটি। বিশেষভাবে তৈরি দুটি বিমানের গায়ে ‘ভারত’ এবং ‘ইন্ডিয়া’ লেখা থাকবে। একইসঙ্গে থাকবে অশোক স্তম্ভও।

আরও পড়ুন-যোগীর রাজ্যে পুলিশি জুলুম : হাথরাসে ঢুকতে বাধা তৃণমূলের প্রতিনিধিদলকে

Previous articleপুজোর কথা মাথায় রেখে মেট্রোর সময়ে পরিবর্তন, এবার শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়
Next articleহাথরাসে ডেরেককে রাস্তায় ঠেলে ফেলল যোগী পুলিশ, ধাক্কা মহিলাদেরও