তফশিলি জাতি-উপজাতিদের এডুকেশন লোন, পড়ুয়াদের পাশে রাজ্য: মুখ্যমন্ত্রী

এরাজ্যের তফশিলি জাতি, উপজাতির ছেলেমেয়েরা লেখাপড়ার জন্য ১০ লাখ টাকা এডুকেশন লোন নিতে পারবে। খুব কম সুদে এই ঋণ পাওয়া যাবে। সোমবার, রাজ্যের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের ভার্চুয়াল সংবর্ধনায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, মুখ্যমন্ত্রী জানান, বাইরে পড়তে গেলে ২০ লাখ টাকা লোন পাবে ছাত্রছাত্রীরা। এদিন ৭৮৫ জন কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়।

কৃতী ছাত্রীদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার পড়ুয়াদের প্রতিভার তুলনা নেই। সব প্রয়োজনে রাজ্য সরকার পড়ুয়াদের পাশে আছে। দুঃস্থ পড়ুয়াদের কলেজে ভর্তির টাকাও দেবে রাজ্য সরকার। ছাত্রছাত্রীদের যেকোনও সমস্যায় আবেদনপত্র জমা দিলে সব রকমভাবে সাহায্য করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। জেলাশাসককে আবেদনপত্রগুলি শিক্ষাসচিব বা সিএমও-কে পাঠানোর নির্দেশ দেন মমতা।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য ৩০ টি নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে।নেতাজির নামে রাজ্যে বিশ্ববিদ্যালয় হয়েছে। জয়হিন্দ বিশ্ববিদ্যালয় তৈরি হবে।

আরও পড়ুন-স্পষ্ট হচ্ছে, ক্রমশই একঘরে হচ্ছেন অজয় বিস্ত, কণাদ দাশগুপ্তর কলম

Previous articleস্পষ্ট হচ্ছে, ক্রমশই একঘরে হচ্ছেন অজয় বিস্ত, কণাদ দাশগুপ্তর কলম
Next articleবেঙ্গালুরুতে এবার রাস্তায় নেমে আন্দোলন বাঙালিদের