ফের ধাক্কা, বিজেপি ছেড়ে তৃণমূলে যুব মোর্চার ৫ সক্রিয় নেতা

একুশের লক্ষ্যে এগিয়ে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ক্রমাগত ব্যাকফুটে বিজেপি-সহ বিরোধী দলগুলি। এবার ফের গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন অব্যাহত। হাইভোল্টেজ ভোটের আগে একের পর এক বিজেপির হেভিওয়েট ও জনপ্রিয় নেতাদের ছিনিয়ে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

কয়েক দফায় চিড় ধরানোর পর ফের একবার উত্তরবঙ্গের কোচবিহারে বিজেপিতে বড়সড় ভাঙন। সেখানে ফাটল ধরালো ঘাসফুল শিবির। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন যুব মোর্চার ৫ নেতা। যা বিজেপির কাছে বড়সড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন- বাংলার ভোটে বিজেপির ‘মুখ’ নেই, স্বীকার করলেন অমিত শাহ

Previous articleবাংলার ভোটে বিজেপির ‘মুখ’ নেই, স্বীকার করলেন অমিত শাহ
Next articleরাজ্যপালের শব্দচয়ন সঠিক হওয়া প্রয়োজন: কাকে বার্তা দিলেন অমিত শাহ?